দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ-

মুজিববর্ষ ও শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২১ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বশেমুরবিপ্রবিসাস) কর্তৃক “বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও শহীদ বুদ্ধিজীবীদের জীবনী” বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ই ডিসেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের (২২৫নং) কক্ষে উক্ত প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। ২৫ মিনিটের এমসিকিউ আকারের উক্ত কুইজ পরিক্ষাটিতে প্রায় অর্থ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এরপর প্রতিযোগীদের মধ্যে পুরষ্কৃত করার জন্য সর্বোচ্চ নম্বর প্রাপ্ত তিনজনকে বাছাই করা হলে বিজয়ী হিসেবে প্রথম স্থান অধিকার করেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোঃ হাবিবুর রহমান হাবিব, দ্বিতীয় স্থান অধিকার করেন বিজিই বিভাগের শিক্ষার্থী সোয়েব আকতার, তৃতীয় স্থান অধিকার করেন আইন বিভাগের শিক্ষার্থী তাপিকুল ইসলাম ইমন।

কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের শুভেচ্ছা জানিয়ে বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাইনউদ্দিন পরান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন এর অংশ হিসেবে ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আমরা এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করি। আমাদের উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও শহীদ বুদ্ধিজীবীদের সম্পর্কে বর্তমান শিক্ষার্থীদের জ্ঞানের পরিধিকে আরো সমৃদ্ধ করা। আমাদের প্রত্যাশা এই আয়োজন শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনা নিজেদের মধ্যে ধারণ করে প্রকৃত দেশপ্রেমিক হিসেবে নিজেদের গড়ে তুলতে সহায়তা করবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version