দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় এস.এস. সি- ২০০৮ এবং এইচ.এস.সি- ২০১০ ব্যাচের বন্ধুদের নিয়ে ডাঃ মোঃ ফিরোজ মাহমুদ এর উদ্যোগে সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে বন্ধু মিলন মেলার আয়োজন করা হয়।
বন্ধু শব্দটি নিয়ে যায় সেই শৈশব কৈশোরে, উদ্দীপনা ভরা তারুণ্য যৌবনে। বন্ধু’র কথা মনে পড়তেই ফেলে আসা দিনগুলির কত স্মৃতি কত কথা চোখের সামনে ভেসে উঠে। স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরুতে পেরুতে সেই তালিকাটাও বড় হয়ে যায়। জমা হয় অজস্র স্মৃতি, একটা সময় জীবনযুদ্ধের ব্যস্ততা নামক শব্দ সেই পরিচিত মুখগুলো থেকে দূরে নিয়ে যায়। তবুও অবসরে কিংবা শত কাজের মাঝে মনেপড়ে যায় ফেলে আসা দিনগুলির কথা। কত খুনসুটি, কত আড্ডা, কত হাসি, কত তামশা সবই চোখের সামনে ভেসে উঠে ছায়াছবির মত। তখন হৃদয়ের গহীন থেকে ভেসে আসে এক আর্তচিৎকার, বন্ধু মিস করছি ভীষণ! শত ব্যস্ততার মাঝেও ছাত্রজীবনের সেই আড্ডায় ফিরে যেতে মন চায় বার বার। বহতা নদীর মত বয়ে চলা সময় কভু ফিরে আসে না, তবুও বন্ধুদের ডাকে সাড়া দিয়ে স্মৃতিময় সেই দিনগুলির কথা স্মরণ করতে কোনো বাধা নেই। সেই তাগিদে ১০ ডিসেম্বর ২০২১ইং সকাল ১০ ঘটিকায় শুরু হওয়া Zero81Zero বগুড়া ব্যাচের ডাঃ মোঃ ফিরোজ মাহমুদ এর উদ্যোগে সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে মিটআপ মহান আল্লাহর রহমতে সম্পূর্ণ হয়।কেক কেটে যাত্রা শুরু করা হলো,এস এস সি-২০০৮ এবং এইচ. এস. সি-২০১০ ব্যাচ অল্প সময়ে অল্প পরিসরে তাই অনেকে আসতে পারে নি আবার অনেক ভিডিও কলে আমাদের সাথে যুক্ত হয়ে আনন্দ উপভোগ করেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এক ডাকে সারা দিয়ে অনুষ্ঠান সফল করার জন্য।

উক্ত বন্ধু মেলায় বক্তব্য রাখেন, ডাঃ মোঃ ফিরোজ মাহমুদ, মোঃ আরাফাত হোসেন পাভেল, মোঃ জাহিদ হাসান, আজিজুল হক কনক, ছায়া বিথী, রিফাত হোসেন, মামুনুজ্জামান রনি, রাবেয়া আক্তার ,মোস্তফা কামাল, এডভোকেট জাকেরুল ইসলাম জিকু, রাসেল আলম, সুজন, কামরুল হাসান, হারুনর রশীদ, আতিক হাসান, মাহবুব হাসান, জুলফিকার আলী, মুত্তালিব, সাজু সরকার, রাশেদুল আলম, শারমিন সরমলতা, নাজমুস সাকিব,মাসুদ বিশ্বাস, আব্দুল কুদ্দুস এছাড়াও আমাদের ভিডিও ফোনে অংশগ্রহণ কারী বন্ধু মোঃ রানা, আলমগীর হোসেন রনি, আজীম উদ্দিন সহ প্রায় শতাধিক বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠানে তাদের বক্তব্য এই যে, তারা সামাজিক উন্নয়নে স্বেচ্ছায় কাজ করতে চাই। স্বেচ্ছায় রক্ত দান, স্বেচ্ছায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, স্বেচ্ছায় গরীব অসহায় মেহনতী মানুষের পাশে দ্বারানো, গরীব পরিবারের বিবাহ অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা, বিভিন্ন সামাজিক উন্নয়ন মূল্যক কাজে অংশ গ্রহণই তাদের উদ্দেশ্য।
অনুষ্ঠান শেষে আগামী দিনের কার্যক্রম ও সমাপনী ঘোষণা করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version