দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলার রায়ে ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করেন। এই রায়ে খুশি আবরারের পরিবারসহ দেশের মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সন্তোষ প্রকাশ করেছে নেটিজেনরা। পাশপাশি দ্রুত এই রায় কার্যকরের দাবি জানাচ্ছে তারা।

এদিকে মামলায় অভিযুক্ত ২৫ আসামীর মধ্যে ২২ আসামী কারাগারে থাকলেও তিনজন এখনও পলাতক রয়েছে। সোশ্যাল মিডিয়া পলাতক আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিও উঠেছে।

এ বিষয়ে জান্নাতুল মিনাল ফেইসবুকে লিখেছেন, ‘আসামিরা মৃত্যুদণ্ড পাওয়ায় দেশের জনগণ অনেক খুশি। আবরার ন্যায় বিচার পেয়েছে। আদালতকে অনেক অনেক ধন্যবাদ। উচ্চ আদালতেও যেন আসামিদের রায় বহাল থাকে, সেই আশাই করছি।’এস এইচ রনি লিখেছেন, ‘ছোট একটা ঘটনাকে কেন্দ্র করে ২৬ টি মেধাবী শিক্ষার্থীর জীবন শেষ সাথে সাথে ২৬ টি পরিবারের স্বপ্ন শেষ হলো। এই ঘটনা থেকে যদি অন্যরা শিক্ষা নেয় যে, ভাইদের কথায় এমন কাজ করে দিন শেষে ভাইরা আড়ালে থেকে যায়, শুধু ক্ষতি হয় সাধারণ ছাত্রদের। রায় যেনো দ্রুত কার্যকর হয় ‘

আদালতকে ধন্যবাদ জানিয়ে শামীম মোহাম্মাদ লিখেছেন, ‘ধন্যবাদ মাননীয় আদালতকে। এছাড়াও যে সমস্ত উল্লেখযোগ্য মামলা বিচারাধীন আছে, সেগুলোর রায়ও যেনো দ্রুত দেওয়া হয় এবং শাস্তি কার্যকর করার দাবি জানাই।’

শেখ আজিমুদ্দিন আজিমের প্রশ্ন, ‘এতোজন মেধাবী ছাত্রের অপরাধের জন্য দায়ী কে? আইন ও শাসন ব্যবস্থা ভালো না হলে দেশের এই পরিস্থিতিতে চলতে থাকবে। দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের এই অবস্থা জন্য জাতি আজ হতাশায় বিচলিত আর উদ্বিগ্ন হয়ে পরেছে।’

ক্ষোভ প্রকাশ করে মুহাম্মদ সালাউদ্দিন মিশেল লিখেছেন, ‘তাদের বেঁচে থাকার অধিকার নেই! কতো নির্দয়! পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে! নিজের সহপাঠী ছিলো সে! পানি পর্যন্ত দেয়নি মৃত্যু সময়!’

এম এম রিজবী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ! আমার কাছে এই বছরের সেরা খুশির সংবাদ এটা। শহীদ আবরার ফাহাদ হত্যাকারীদের বিচার এতটাও প্রত্যাশা করি নাই। এবার অপেক্ষার পালা বিচারের রায় কার্যকর হবার।’

দ্রুত রায় বাস্তবায়নের দাবি জানিয়ে বিশ্বজিৎ চক্রবর্ত্রী লিখেছেন, ‘এটাই চেয়েছিলাম… ধন্যবাদ মহামান্য বিজ্ঞ আদালত,এখন আশা করছি দ্রুত রায় বাস্তবায়ন হবে..’

পালাতক আসামীদের ধরার অনুরোধ জানিয়ে মাসুদ পারভেজ জাবেদ লিখেছেন, ‘এই রায় দ্রুত কার্যকর করার আহ্বান জানাচ্ছি। পলাতকগুলোকেও ধরতে হবে।’

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version