দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

সিলেটে জেলা পরিষদ – ইনোভেটর বইপড়া উৎসব এর উদ্বোধন আগামী ২১ ডিসেম্বর মঙ্গলবার। ঐ দিন বেলা ২ টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। “জ্ঞানের আলোয় অবাক সূর্যোদয়!/এসো পাঠ করি/ বিকৃতির তমসা থেকে/ আবিস্কার করি স্বাধীনতার ইতিহাস” স্লোগানকে সামনে নিয়ে পথচলা ইনোভেটর এর এ বছরের বইপড়া উৎসবে অংশ নিচ্ছে প্রায় ১ হাজার শিক্ষার্থী। ঔদিন আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে মুক্তিযুদ্ধের বই তুলে দেয়া হবে। বইপড়া উৎসবে নিবন্ধনকৃত শিক্ষার্থীদের ঐদিন যথাসময়ে অনুষ্ঠানস্থলে এসে বই গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, চলতি আসরের রেজিস্ট্রেশন কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। এ বছর দুটি বিভাগে প্রায় ১ হাজার শিক্ষার্থী নাম নিবন্ধন করেছে। অংশগ্রহণকারীদের মধ্যে সিলেট মহানগর, জেলা, বিভিন্ন উপজেলা এমনকি সিলেট বিভাগের বাইরের শিক্ষার্থীও রয়েছেন। এবছরই প্রথম অনলাইনে রেজিষ্ট্রেশন সুবিধা চালু ছিল। ফলে আগ্রহী সকলেই অংশ গ্রহণের সুযোগ পেয়েছেন। অন্যদিকে, আগামী ২১ ডিসেম্বরের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে ব্যপক প্রস্তুতি কার্যক্রম চলছে বলে আয়োজকেরা জানিয়েছেন। তারা জানান, মুক্তিযুদ্ধের ইতিহাস জানার এ উৎসবে অংশ নিতে শিক্ষার্থীদের মধ্যে চলছে উৎসবী আমেজ। তারা সাগ্রহে অপেক্ষা করছে বই গ্রহণের জন্য। ইনোভেটর এর পক্ষ থেকে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতের জন্য ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিকভাবে যোগাযোগ করা হচ্ছে।
উল্লেখ্য, ইনোভেটর ২০০৬ সাল থেকে বইপড়া উৎসব এর আয়োজন করে আসছে। এ বছর জেলা পরিষদ,সিলেটের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে চৌদ্দতম আসর।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version