দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

রাজধানীতে রাতেও শীত তেমন ছিল না বলা যায়, কিন্তু সকালে বেশ একটা শীতল আবহাওয়া। ঘুম ভাঙতেই কানে আসলো বৃষ্টির আওয়াজ, হাল্কা শীত গায়ে কম্বল— ঘুমানোর জন্য এর চেয়ে আদর্শ আর আরামের পরিবেশ কীইবা হতে পারে! কিন্তু না, অফিস আছে… তড়িঘড়ি করে রেডি হয়ে ছুটতে হবে কর্মস্থলের দিকে। আরামের ঘুম মাড়িয়ে যখন রাস্তায় নামা হলো— তখন বাধলো বিপত্তি। বৃষ্টি ঝরছেই অনর্গল, কোথাও কোথাও পানিও জমে গেছে, সড়কে যানবাহনও সীমিত। অবধারিত ভোগান্তির মধ্যে সকালের ভালোলাগাটুকুও মুহূর্তেই উবে গেল।

গতকাল রবিবার সকাল থেকে আজ সোমবার সকালেও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আজ সকাল থেকে শুরু হয় অঝোরধারায় বৃষ্টি। ফলে যানবাহন সংকট আর রাস্তায় পানি জমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে মানুষ।

আজকের দিনে বিশেষ করে যারা শহরে থাকেন, তারা হয়তো ইলিশ-খিচুড়িসহ বিভিন্ন আয়োজনে দিনটি উপভোগ করবেন। অবশ্য যাদের অফিসের ব্যস্ততা আছে তারা সেভাবে পারবেন না। তবে যাদের আজ কর্মক্ষেত্রে যাওয়ার তাড়া নেই, কিংবা অফিস ছুটি— তাদেরই আজ আরামের দিন। নাক ডেকে সকালের একটা অলস ঘুম দেয়া যাবে।

কিন্তু যারা উপকূলবাসী, তাদের চিন্তার শেষ নেই। ঝড়-জলোচ্ছাস আতঙ্কে অনেকেরই হয়তো ঘুম হারাম হয়ে গিয়েছিল আজ। অনেকেরই রাতে ঘুম হয়নি। তাদের চিন্তা বসতঘর, ফসলী জমি কিংবা মাছের ঘের সামলানো নিয়ে।

আবহাওয়া বার্তা বলছে— ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ উপকূলে আসার আগেই দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপ হিসেবে এটি আজ সোমবার মধ্যরাতে ভারতের ওডিশা উপকূল অতিক্রম করতে পারে। নিম্নচাপের প্রভাবে বাংলাদেশ ও ভারতের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বৃষ্টি শুরু হয়েছে।

আজ দেশের বেশির ভাগ এলাকাজুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আগামীকাল থেকে দেশের বেশির ভাগ এলাকার আকাশ পরিষ্কার হতে থাকবে। ফলে তাপমাত্রা কমে গিয়ে শীতের অনুভূতি বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এমনটা বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, গভীর নিম্নচাপটির কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গড় গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার রয়েছে। দমকা ও ঝোড়ো হাওয়া বেড়ে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর দূরবর্তী সতর্কসংকেতের আওতায় রাখা হয়েছে। সমুদ্রে অবস্থানরত নৌযান ও মাছ ধরার নৌকাগুলোকে উপকূলে নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল মান্নান গণমাধ্যমকে বলেন, ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় দেশের উপকূলে বিপদ একটু কমেছে। তবে এর প্রভাবে সোমবার দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি হতে পারে। ফলে কৃষকদের ওই বৃষ্টি থেকে ফসল রক্ষায় স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

এদিকে এই নিম্নচাপের প্রভাবে ইতিমধ্যে দেশের আকাশে মেঘের আনাগোনা শুরু হয়েছে। দেশের অনেক এলাকায় ইতিমধ্যে হালকা বৃষ্টি শুরু হয়েছে। গতকাল দেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নোয়াখালীর মাইজদী কোর্টে আট মিলিমিটার। ঢাকাসহ দেশের বেশির ভাগ এলাকায় ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে।

চলতি মাসের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই মাসে বঙ্গোপসাগরে আরেকটি নিম্নচাপ তৈরি হতে পারে। তবে এটি বাংলাদেশ উপকূলের দিকে আসার আশঙ্কা কম। মাসের মাঝামাঝি সময়ে একটি এবং শেষের দিকে আরেকটি শৈত্যপ্রবাহ সৃষ্টি হতে পারে। বৃষ্টি থেমে যাওয়ার পর দেশের উত্তরাঞ্চল দিয়ে ঠান্ডা বাতাস আসা শুরু করবে। আর নদীতীরবর্তী এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version