দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ থাকলেও অবসর সময় পার করছেন ঢাকাই ছবি দর্শকপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। কারণ লকডাউনের কারণে সব কাজই স্থগিত হয়ে আছে।

দাম্পত্য জীবনে বিচ্ছেদের ঘটনায় সম্প্রতি খবরের শিরোনামে এসেছিলেন এ নায়িকা। এরপর থেকে অনেকটাই চুপচাপ তিনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। নানা রকম ছবি ও ভিডিও আপলোড করে ভক্ত-অনুরাগীদের কৌতূহল মেটান।

তবে গত ৮ আগস্ট তার একটি পোস্ট ভক্তদের বেশি মনে ধরেছে। কৌতূহল বেশ বাড়িয়ে তুলেছে। একইরকম তিনটি ছবি আপলোড করেছেন এ নায়িকা যেখানে দেখা গেছে, ফুলের পেছনে মাহির নিষ্পাপ চাহনি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ বললে নাকি আল্লাহ তার বান্দার ওপর খুশি হয়ে রহমত আরও বাড়িয়ে দেন। সেই আশায় আমিও শয়নে স্বপনে জাগরণে শুধু আলহামদুলিল্লাহ বলতে থাকি।’

প্রসঙ্গত, সর্বশেষ মাহিয়া মাহিকে দেখা গেছে ‘মরীচিকা’ নামের ওয়েব সিরিজে। শিহাব শাহীন পরিচালিত সিরিজটিতে মাহি অভিনয় করেছেন সিয়াম আহমেদের বিপরীতে। আর বড় পর্দায় দেখা গেছে শাকিব খানের বিপরীতে ‘নবাব এলএলবি’ সিনেমায়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version