স্টাফ রিপোর্টার : পঞ্চম ধাপে নেত্রকোনার মদন উপজেলার ৮টি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। গত শনিবার (৪ ডিসেম্বর) রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
নৌকা প্রতীক যারা পেয়েছেন তারা হলেন- ১নং কাইটাল ইউনিয়নে উপজেলা আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মো. সাফায়াত উল্লাহ (রয়েল), ২নং চানগাও এ ইউনিয়ন আ’লীগের সভাপতি মজিবুর রহমান (বিল্লাল), ৩নং মদন এ ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. খায়রুল ইসলাম, ৪নং গোবিন্দশ্রী ইউনিয়নে উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান এ কে এম নূরুল ইসলাম ছদ্দু, ৫ নং মাঘান ইউনিয়নে নেত্রকোনা জেলা আ’লীগের সম্পাদক মন্ডলীর সদস্য ও বর্তমান চেয়ারম্যান জি এম শামছুল আলম চৌধুরী (কায়কোবাদ), ৬ নং তিয়শ্রী ইউনিয়নে উপজেলা আ’লীগের নেতা বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান (মাষ্টার) ৭ নং নায়েকপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুসলেম উদ্দিন এবং ৮ নং ফতেপুর ইউনিয়নে জহিরুল ইসলাম চৌধুরী (জোয়াদ)।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৯ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ তারিখ ১১ ডিসেম্বর, আপিল ১৩-১৪ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ১৫-১৬ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৯ ডিসেম্বর এবং আগামী ৫ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।