দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

রাজধানীর সন্নিকটে কহর দরিয়া খ্যাত টঙ্গী তুরাগ নদের তীরে ১৬০ একর জায়গা বিস্তৃত ইজতেমা ময়দান।  বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসল্লি এ সম্মেলনে অংশগ্রহণ করেন প্রতিবছর। ধর্মীয় উৎসবের ন্যায় বছরের পর বছর ধরে পালিত হয়ে আসছে বিশ্ব ইজতেমা। ধনী গরিব ছোট বড় সব বয়সী মানুষ শরিক হন এই ইজতেমায়।

করোনা পরিস্থিতির কারণে ২০২১ সালের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত না হওয়ায় মসুল্লিদের মাঝে হতাশা বিরাজ করছে। আগামী ২০২২ সালের বিশ্ব ইজতেমা হবে কি-না এ নিয়ে  এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

ওমিক্রন আঘাত হানার সম্ভাবনা থাকায় এবারও বিশ্ব ইজতেমা অনিশ্চিত। তবে আয়োজক কমিটির লোকজন বলছেন করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকায় ইজতেমা হওয়ার বিষয়ে তারা অনেকটাই আশাবাদী। ইজতেমা আয়োজনের লক্ষ্যে তাদের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা চলছে।

স্থানীয় এক মুসল্লি মুফতি কামাল উদ্দিন জাহানপুরি বলেন, মুসলিম জাহানের দ্বিতীয় ইসলামী মহাসম্মেলন বিশ্ব ইজতেমা, ইজতেমার সময় দেশ বিদেশী লাখ লাখ মুসল্লি সমবেত হন এখানে। এরপর আল্লাহর রাস্তায় বেড়িয়ে পড়েন তাবলীগের দাওয়াতে। ইজতেমা বন্ধ থাকলেও তাবলীগের দাওয়াতের কাজ বন্ধ নেই কোথাও। তবে বর্তমানে করোনা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তাই এবারের ইজতেমা চালু করা  উচিৎ বলে আমি মনে করি।

এ বিষয়ে আয়োজক কমিটি সাদ অনুসারী হাজী মনির এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এবার করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকায় আমরা অনেকটাই আশাবাদী এবারের ইজমো অনুষ্ঠিত হবে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি আশ করি অনুমতি পেয়ে যাবো।

অপরদিকে যোবায়ের অনুসারী আয়োজক কমিটির এক মুরব্বি ডা. কাজী সাহাবুদ্দিন বলেন, ইজতেমা হবে কি হবে না এটা সরকারের সিদ্ধান্ত। সরকার না চাইলে কোনো মতেই ইজতেমা হবে না। তবে যেহেতু করোনা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তাই আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি। আশা করি ইজতেমা অনুষ্ঠিত হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version