দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ইউএনও, জেলা প্রশাসকরা নিরাপত্তা পান কিন্তু এমপিরা একা একা বেক্কলের মতো ঘোরেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু। এসময় তিনি সংসদ সদস্যদের রাষ্ট্রীয় প্রটোকল ঠিক করে দেওয়ার দাবি জানান।

রবিবার জাতীয় সংসদে বিচারপতিদের ভ্রমণ ভাতা সংক্রান্ত বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে মুজিবুল হক চুন্নু এ কথা বলেন। এসময় অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

মুজিবুল হক চুন্নু বলেন, এমপিদের স্ট্যাটাসটা কি, রাষ্ট্রীয় প্রটোকল কি, এটা জানতে চেয়ে বলতে বলতে মঈনউদ্দীন খান বাদল মরেই গেছেন। উচ্চ আদালত নিজেদের মতো করে ওয়ারেন্ট অব প্রেসিডেন্স ঠিক করেছেন। সেটা করতে পারেন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এরপর স্পিকারের সঙ্গে প্রধান বিচারপতি এক সমান করুন আপত্তি নেই। কিন্তু একজন পার্লামেন্টের মেম্বার জনপ্রতিনিধি, রাষ্ট্রের মালিক, প্রতিনিধি কোনো সরকারি আমলার নিচে থাকবে এটা অসুন্দর লাগে। কিছুদিন আগে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসায় আক্রমণ হয়েছিল। সে আক্রমণের কারণে এখন সারাদেশে সব ইউএনওর বাসায় ১০ থেকে ১২ জন সশস্ত্র আনসার সদস্য দেওয়া হয়েছে। আবার সেই ইউএনও সাহেবের গাড়িতে কিন্তু তিন থেকে চারজন আনসার সদস্য উইথ আর্মস থাকেন। আর আমরা এমপি বেক্কলের মতো ঘুরে বেড়াই। এমপির পারসোনাল একটা গানও নেই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে চুন্নু আরও বলেন, সময় চেঞ্জ হয়েছে। মাননীয় সংসদ নেত্রী আপনার সঙ্গে তো অনেকে আছেন, এমপিরা তো একলা একলা ঘোরেন। ডিসিরও একজন বডি গার্ড আছে, সচিবের বডি গার্ড আছে, আর এমপিরা ঢাকা শহরে একা একাই ঘোরেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version