দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ভারতে দৈনিক করোনা সংক্রমণ কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫৭৯ জন। ২০২০ সালের ৩০ মে’র পর এই প্রথম এতো কমল দৈনিক সংক্রমণ। যদিও ইতোমধ্যে কেরালাতে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে এসেছে।

ধারণা করা হচ্ছে, এ জন্যই দেশটিতে করোনার আক্রান্ত-মৃত্যু কমেছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৪৮০।

আক্রান্তের পাশাপাশি কমেছে দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ২৩৬ জন। এর মধ্যে কেরালাতেই ১৮০ জন। বাকি সব রাজ্যেই তা নিয়ন্ত্রণে। আক্রান্ত কম হওয়ায় কমছে সক্রিয় রোগীও।

 

গত ২৪ ঘণ্টায় তা কমেছে ৪ হাজার ৮৫৯। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ১ লাখ ১৩ হাজার ৫৮৪ জন।

কেরালাতে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা কমে হয়েছে ৩ হাজার ৬৯৮। এর কারণেই কমেছে দৈনিক আক্রান্ত। বাকি রাজ্যগুলোতেও হাজারের নিচেই রয়েছে আক্রান্ত। মহারাষ্ট্র, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ ৫০০ এর বেশি। বাকি সব রাজ্যে তা ৫০০ এর কম।

এদিকে, বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৫ কোটি ৮৩ লাখ ৭১ হাজার ৪০১ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ লাখ ৭৪ হাজার ১৯৪ জনে। আর সুস্থ হয়েছেন ২৩ কোটি ৩৮ লাখ ৩০ হাজার ৭৭৫ জন।

মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছে আরও ৪ হাজার ৬৯৫ জন। অন্যদিকে শনাক্ত হয়েছে ৪ লাখ ৪১ হাজার ২৭৭ জন।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version