দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

কে. এম. সাখাওয়াত  হোসেন (স্টাফ রিপোর্টার) : পরিবার পরিকল্পনা শক্তিশালীকরণ ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে নেত্রকোনায় পরিবার পরিকল্পনা বিষয়ক জেলা পর্যায়ে ওয়ার্কিং গ্রুপের ফরমেশন মিটিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ নভেম্বর) সকালে নেত্রকোনা পাবলিক লাইব্রেরিতে এ মিটিং অনুষ্টিত হয়। সকলের পরিচিতি পর্ব শেষে প্রকল্পের বিষয়বস্তু, উদ্দেশ্য, কর্মপরিকল্পনা বিষয়ে প্রকল্পের আওতায় গঠিত জেলা এ্যাডভোকেসি গ্রুপের সদস্যদের সাথে প্রকল্পের সফল বাস্তবায়ন এবং নানামুখী কর্মকৌশল নিয়ে মতবিনিময় করা হয়।

প্রকল্পের কার্যক্রম, জেলা এ্যাডভোকেসি ওয়ার্কিংকমিটির ভুমিকা ও প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং প্রকল্পের কর্মকৌশল সম্পর্কে উপস্থিত  অতিথিদের  মাঝে তুলে ধরেন সিরাক-বাংলাদেশে এর নির্বাহী পরিচালক এস এম সৈকত।

তিনি বলেন, যে প্রকল্পটির সফল বাস্তবায়নে স্থানীয় সরকার ও জনগণের অংশগ্রহণের মাধ্যমে পরিবার পরিকল্পনা সেবার গুনগত মান উন্নয়ন এবং এ লক্ষ্যে স্থানীয় সরকারকে সহযোগিতা করার জন্য জেলা পর্যায়ে সুশীল সমাজের প্রতিনিধির সমন্বয়ে এ্যাডভকেসি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে।

এতে উপস্থিত ছিলেন, মেরী স্টোপস বাংলাদেশের লিড মনজুন নাহার, টিম এসোসিয়েটের সিইও পুলক রাহা, এ্যাডভোকেসি ও কমিউনিকেশনের কর্মকর্তা তনুশ্রী মাঞ্জী, মেরী স্টোপস বাংলাদেশের গ্রোগ্রাম কর্মকর্তা ইসরাত জাহান এবং ১০ সদস্য বিশিষ্ট গঠিত জেলা ওয়ার্কিং দলের সদস্যবৃন্দ, বিভিন্ন পর্যায়ের সুশীল সমাজ ও গণমাধ্যম প্রতিনিধি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

নেত্রকোনা জেলা এ্যাডভোকেসি ওয়ার্কিং কমিটি সদস্যদের মধ্যে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মারুফ হাসান খান অভ্র, আবু আব্বাছ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. নাজমুল কবীর সরকার ও প্রভাষক মো. মাজহারুল হক পলাশ, নেত্রকোনা পৌরসভার প্যানেল মেয়র-২ মো. হেলাল উদ্দিন শেখ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. ইউসুফ আলী, বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক মো. কিবরিয়া চৌধুরী হেলিম, মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক রুকিয়া আলম, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জেবুন্নেছা বর্ণ উপস্থিত ছিলেন।

একযোগে পরিবার পরিকল্পনা সেবার মান উন্নয়নের লক্ষে এ্যাডভোকেসি কার্যক্রম চলমান রাখার মতামত  করেন অনুষ্ঠানের উপস্থিত সকল সদস্যবৃন্দ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version