জেরুজালেমের পবিত্র স্থানে প্রবেশে পথে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে ইসরায়েলি পুলিশের বিরুদ্ধে। আজ রবিবার এ ঘটনা ঘটে। যদিও নিহত ব্যক্তির নাম-পরিচয় বিস্তারিত জানানো হয়নি।
ইসরায়েলি পুলিশ দাবি করছে, নিহত ব্যক্তি এক ইসরায়েলিকে হত্যা এবং চারজনকে জখম করেছেন। এতে নিরাপত্তা বাহিনী তাকে গুলি করতে বাধ্য হয়। তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ফিলিস্তিনের ওই ব্যক্তিকে বীর বলে আখ্যায়িত করেছেন।
ইসরায়েলের এক দল চিকিৎসক বলছেন, ফিলিস্তিনি ওই ব্যক্তির হামলায় দু’জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পর একজন মারা গেছেন। উল্লেখ্য, ইহুদিদের টেম্পল মাউন্ট ও মুসলমানদের পবিত্র স্থান ঘিরে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটছে সম্প্রতিক সময়ে।