মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের হাফিজুর রহমান মিলন সরদারের সমর্থক খলিল হাওলারকে বাড়ি ফেরার পথে, নৌকা প্রতীক প্রার্থী সাহীদ পারভেজের সমর্থকরা ঘেরাও করে তার হাতে টাকা গুজে দিয়ে জোর পূর্বক ও ভয় দেখিয়ে জবানবন্দি নিয়ে ফেসবুকে মিথ্যাচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সতন্ত্র প্রার্থী হাফিজুর ইসলাম মিলন সরদার।
সোমবার (নভেম্বর-৯) সন্ধায় উপজেলার সতন্ত্র প্রার্থীর বাসভবনে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে নৌকা প্রতীক প্রার্থী সাহীদ পারভেজের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান মিলন সরদার বলেন, আমার সমর্থক খলিল হাওলারকে বাড়ি ফেরার পথে, নৌকা প্রতীক প্রার্থী সাহীদ পারভেজের সমর্থকরা ঘেরাও করে তার হাতে টাকা গুজে দিয়ে জোর পূর্বক ও ভয় দেখিয়ে জবানবন্দি নিয়ে ফেসবুকে মিথ্যাচার করার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দাবি করছি আগামী ১১ তারিখে সুস্থ্য ও নিরপেক্ষ নির্বাচন হয়।
তবে অভিযোগ অস্বীকার করে নৌকা প্রার্থী সাহীদ পারভেজ বলেন, আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে আমার প্রতিপক্ষ।
এব্যাপার কালকিনি থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আসফাক রাসেল বলেন, এ বিষয়ে আমি জানি না। কিছু বলতেও পারছি না।