দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

স্টাফ রিপোর্টার : জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) গোয়ান্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনায় বিপুল পরিমাণ আতশবাজি, নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় দায়ে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার পর্যান্ত তিন ঘন্টাব্যাপী এ অভিযানে ছিলেন, জেলা প্রশাসনের এনডিসি সাইফুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনিন সুলতান ও রিফাত আরা। এ সময় তারা পাঁচ প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হচ্ছে- নেত্রকোনা পৌরশহরে চকবাজারের সুচিত্রা স্টোর ও মা স্টোর এবং বড়বাজারের ভাই ভাই স্টোর, প্রভা স্টোর ও পিকে স্টোর। এদের মধ্যে মা স্টোরকে সর্বোচ্চ ৩০ হাজার টাকা জরিমানা এবং পিকে স্টোর থেকে বিপুল পরিমাণ আতশবাজিসহ জরিমানাকৃত সকল ব্যবসায়িক প্রতিষ্ঠানের নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়।

নেত্রকোনার নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সাইফুল ইসলাম বলেন, নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্যের জন্য পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাঁচ মামলায় তাদেরকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে এসব জব্দকৃত পণ্য ধ্বংস করা হবে বলে জানান তিনি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version