স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বাড়ির দক্ষিণপাশে ডোবায় ডুবে মারিয়া নামে এক বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার বাকজোড়া ইউনিয়নের নগরসিংহা গ্রামের এ ঘটনা ঘটে।
মারিয়া একই গ্রামের আব্দুল হালিম (৩৫) ও নাজমা (৩১) দম্পত্তির দুই ছেলে ও দুই মেয়ের সন্তানের মধ্যে সবার ছোট কন্যা মারিয়া। নিহতের বাবা প্রায় দেড় বছর যাবত সৌদি আরব প্রবাসী।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রোকন উদ্দিন নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে মারিয়াকে খেচুরি খাওয়ানোর পর তার মা গৃহস্থলীর কাজে ব্যস্ত হয়ে পড়েন। কিছুক্ষণ পরে নাজমা কাজ শেষে মরিয়াকে বাড়ি ও এর আশপাশে খুঁজে পাচ্ছিলেন না। খোঁজাখুজির এক পর্যায়ে সকাল ৯টার দিকে বাড়ির দক্ষিণ পাশে ডোবায় মারিয়াকে মৃত অবস্থায় ভাসতে দেখেন শিশুটির মা।
তিনি আরও বলেন, শিশুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ও ঊর্ধ্বতনের সাথে আলোচনা করে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর এবং এঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।