মোঃ রাসেল আহম্মেদ,বগুড়া প্রতিনিধিঃ আসন্ন তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বগুড়ার ২৭ ইউনিয়নে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এটি চূড়ান্ত করা হয়।
বগুড়া জেলার ধুনট উপজেলার সদর ইউনিয়নে এস. এম. মাসুদ রানা, ভান্ডারবাড়িতে মো. আনোয়ার পারভেজ, চৌকিবাড়ীতে মো. কুদরত-ই-খুদা, চিকাশীতে মো. নাজমুল কাদির শিপন, এলাঙ্গীতে মো. তোজাম্মেল হক প্রামাণিক, গোপালনগরে মো. শাহ আলম, গোসাইবাড়িতে মো. সামছুল বারী শেখ, কালেরপাড়ায় মো. হারেজ উদ্দিন আকন্দ, মথুরাপুরে হাসান আহম্মেদ জেমস এবং নিমগাছীতে মোছা. সোনিতা নাসরিনকে মনোনয়ন দেওয়া হয়।
শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউপিতে মো. নুরুজ্জামান, আমরুলে মো. রাকিবুল ইসলাম, আড়িয়ায় মো. জাহিদুল হক, গোহাইলে মো. আলী আতোয়ার তালুকদার ফজু, খোট্টাপাড়ায় মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক, মাদলায় মো. আব্দুল বারী মণ্ডল, খরনায় মো. সাজেদুর রহমান সাহীন, আশেকপুরে মো. ফিরোজ আলম এবং চুপিনগর মো. মাহফুজার রহমান বাবলুকে মনোনয়ন দেওয়া হয়।
বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউপিতে মো. কামরুল হাসান, গোকুলে মো. সওকাদুল ইসলাম সরকার, লাহিড়ীপাড়ায় মো. আজাহারুল হান্নান, নামুজায় মো. রফিকুল ইসলাম রফিক, নিশিন্দারায় মো. রিজু হোসেন, নুনগোলায় মো. আলীম উদ্দিন, শাখারিয়ায় মো. এনামুল হক এবং সাবগ্রামে মো. ইসরাইল হক সরকারকে মনোনয়ন দেওয়া হয়।
তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর বগুড়ার ধুনট, শাজাহানপুর এবং সদর উপজেলার মোট ২৭ ইউপিতে ভোট অনুষ্ঠিত হবে।