প্রমোদতরী মাদককাণ্ডে বাড়ল আরিয়ানের (Aryan Khan) জেল হেফাজত। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত মুম্বইয়ের আর্থার রোডের জেলই হবে সুপারস্টার-পুত্রের ঠিকানা। তবে শুধু আরিয়ানই নন, তাঁর পাশাপাশি বৃহস্পতিবার মাদককাণ্ডে আরও ২ অভিযুক্ত মুনমুন ধামেচা ও আরবাজ মার্চেন্টেরও জেল হেফাজত বাড়িয়ে দিয়েছে মুম্বই সেশন কোর্ট।
বৃহস্পতিবার সকালেই শাহরুখ জেলে দেখা করতে যান ছেলে আরিয়ানের সঙ্গে। আর তার ঘণ্টা খানেক কাটতে না কাটতেই মন্নতে পড়ল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হানা। মাদককাণ্ডে চাঞ্চল্যকর মোড়। জেলেই ঠাঁই হবে না ছাড়া পেয়ে মন্নতে যাবেন আরিয়ান খান (Aryan Khan), আজই সেই সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল আদালতের। আর জামিন মামলার সেই শুনানির আগেই বড়সড় ঘটনা ঘটল। ছেলের সঙ্গে দেখা করতে জেলেই পৌঁছলেন শাহরুখ খান (Shah Rukh Khan)।