কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন পাওয়ার ঘটনায় ওয়াজ মাহফিলে উসকানিমূলক বক্তব্যে দেয়ার ঘটনায় মাওলা আব্দুর রহিম বিপ্লবী(৩৯) নামের একজন ইসলামিক বক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বৃহস্পতিবার সকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া পূর্বপাড়া (আমিন পাড়া) জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো.আজাদ।
তিনি জানান, কুমিল্লার পুজামণ্ডপে পবিত্র কোরআন শরীফ পাওয়ার ঘটনার দিনে পুলিশকে দোষী করে অপমানজনক, তুচ্ছ-তাচ্ছিল্য, অবজ্ঞা ও উগ্র বক্তব্য দিয়েছেন মাওলা আব্দুর রহিম বিপ্লবী। চাঁদপুরের ঘটনা নিয়েও নানা ধরনের বক্তব্য প্রচার করেছেন এ ইসলামী বক্তা। যা দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি সিআইডির সাইবার মনিটরিং সেলের নজরে এলে ঢাকার কেরানিগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।