স্টাফ রিপোর্টার : নেত্রকোনার মোহনগঞ্জ থেকে মো. নুরুদ্দিন মিয়া (৫৫) নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার বিকালে পৌরশহরের দৌলতপুর এলকার হাসপাতালের সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নুরুদ্দিন মিয়া পৌরশহরের দৌলতপুরের বাসিন্দা।
পুলিশ জানায়, মাদকের একটি মামলায় ২০১৫ সালে তার এক বছরের সাজা হয়েছিল। এর পর থেকে বিভিন্ন কৌশলে তিনি পালিয়ে ছিলেন। কৌশল কাটিয়ে অটোরিক্সা চালকের ছদ্মবেশ নিয়ে তাকে গ্রেপ্তার করেন এএসআই সোহেল রানা।
মোহনগঞ্জ থানার এএসআই সোহেল রানা বলেন, দীর্ঘদিন ধরে নুরুদ্দিনকে ধরার চেষ্টা চলছিল। তবে বিভিন্ন কৌশলে পুলিশের চোখ এড়িয়ে লুকিয়ে ছিল। শেষে অটোরিক্সা চালকের ছদ্মবেশ ধারণ করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।
মোহনগঞ্জ থানার ওসি রাশেদুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।