১৬ই অক্টোবর শনিবার গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় খুলনা – ঢাকা মহাসড়কে প্রায় শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অএ বিশব্বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান বলেন আজকের এই প্রতিবাদি মানববন্ধনের সাথে একাত্বতা প্রোশন করি এবং আমিও মনে করি এটি একটি হত্যাকান্ড।সড়কে যে বিশৃঙ্খলা চলছে তার অবসান চাই। তিনি আরো বলেন ড্রাইভারের বেখালিপানার জন্য একজন মেধাবী শিক্ষক কে হারাতে হয়েছে। তাই এই ঘটনার দ্রুত বিচার চাই।যদি এই ঘটনার শুষ্ট বিচার না হয় তাহলে এই মাঠি এবং এখানকার ছাত্রদের সাথে অন্যায় করা হবে
অন্যদিকে সাধারণ শিক্ষার্থীদের মধ্যো থেকে মো জাহাঙ্গীর আলম বলেন দুঃখের সাথে বলতে চাই আমাদের স্যার আমাদের কে শিখিয়েছেন কিভাবে শান্তিপূর্ণ ভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়।আরো বলতে চাই আমাদের স্যার আজ চারদিন হয়েছে মারা গেছে,অথচো সেই ঘাতক বাস ড্রাইভার কে এখনো গ্রেফতার করা হয়নি।আমরা চুপ করে আছি বলে এটা ভাবা ভুল হবে আমরা দমে গেছি।
উল্লেখ্য, গত ১৩তারিখে বশেমুরবিপ্রবির শিক্ষক রাজিবুর ও তার পরিবার ভ্যানে করে যাওয়ার সময় দ্রুত গামি একটি বাস তাদের ভ্যানে ধাক্কা দেয়। এতে রাজিবুর রহমান নিহত হন।