বলিউডের অন্যতম নির্মাতা বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ সিনেমা দিয়ে বলিউডে অভিষিক্ত হচ্ছেন ঢাকাই অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এই ছবির শুটিংয়ের জন্য তিনি এখন মুম্বাইতে অবস্থান করছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাঁধন নিজেই। যদিও এই বিষয়ে বিস্তারিত বলার জন্য আরও দু’দিন সময় চেয়েছেন। তবে কাজের বিষয়টি আরও স্পষ্ট করেন নির্মাতা বিশাল নিজেই। বৃহস্পতিবার দুপুরে (১৪ অক্টোবর) ইনস্টাগ্রামে বাঁধনের সঙ্গে একটি সেলফি শেয়ার করে বিশাল লেখেন, ‘সো ডেলাইটেড টু হ্যাভ দিস গর্জিয়াস অ্যাক্টর ফ্রম বাংলাদেশ’।
এদিকে, এই সিনেমার জন্য প্রথম বিদ্যা সিনহা মিমকে প্রস্তাব দেন বিশাল। এরপর প্রস্তাব দেওয়া হয় ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীনকেও। সেসময় দুই অভিনেত্রীই মন্তব্য করেছিলেন, সিনেমার গল্পের সঙ্গে নেতিবাচকভাবে জড়িয়ে আছে বাংলাদেশের নাম। অবশেষে ‘মকবুল’, ‘ইশকিয়া’, ‘কামিনে’, ‘হায়দার’, ‘ওমকারা’খ্যাত এই নির্মাতার সঙ্গে যুক্ত হলেন বাঁধন।
গুঞ্জন রয়েছে, একই প্রস্তাব ছিল জয়া আহসানের কাছেও। তবে বিশাল ভরদ্বাজের প্রস্তাবটি লুফে নেন ‘রেহানা মরিয়ম নূর’-খ্যাত আজমেরী হক বাঁধন।
অবশ্য এসব বিষয়ে একেবারেই মুখে কুলুপ দিয়েছেন বাঁধন। যেমনটা দিয়েছিলেন ‘রেহানা মরিয়ম নূর’-এর বেলায়ও। তবে এ বিষয়ে ততটা এড়িয়ে যাননি বাঁধন। তিনি বললেন, ‘সময় হলে সব জানাবো। দুইটা দিন সময় দিন।’