মারা গেছেন বাংলা চলচ্চিত্রের ‘মেগাস্টার’ উজ্জ্বল এর স্ত্রী মেরিনা আশরাফ বিউটি। বুধবার দিবাগত রাত ৩টা ৫৯ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বৃহস্পতিবার বাদ আসর গুলশান জামে মসজিদে মেরিনা আশরাফের জানাজার পর বনানী কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।
সপ্তাহ দুয়েক আগে অসুস্থ হয়ে পড়লে মেরিনাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল। কিন্তু হঠাৎ করে তাঁর ফুসফুস সংক্রমিত হয় এবং হৃদ্রোগে আক্রান্ত হন তিনি। একপর্যায়ে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। মেরিনা দীর্ঘদিন ধরে কিডনি রোগেও ভুগছিলেন।