মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিক্যাল কলেজে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে ১২ থেকে ১৭ বয়সীদের টিকাদান কার্যক্রম।
বৃহস্পতিবার ( ১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় মেডিক্যাল কলেজ হলরুমে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কমর্সূচির উদ্বোধন করেন।
জেলা শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী, সরকারি এস কে বালিকা বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের ১০ শিক্ষার্থী ও গড়পাড়া জাহিদ মালেক উচ্চ বিদ্যালয়ের ১০ শিক্ষার্থীসহ মোট ১২০ শিক্ষার্থীকে ফাইজারের টিকা প্রয়োগ করা হবে।
এ সময় মানিকগঞ্জ সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আদনান আজাদকে দিয়ে স্কুলগামী শিক্ষার্থীদের পরীক্ষামূলক করোনাভাইরাসের টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হয়।