মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে কলেজছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে প্রীতম ভৌমিক (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার রাতে সান্তাহার থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রীতম ভৌমিক উপজেলার সান্তাহার রথবাড়ি এলাকার প্রদীপ ভৌমিকের ছেলে। এ ঘটনায় নির্যাতনের শিকার ছাত্রী নিজেই বাদি হয়ে প্রীতম ভৌমিকের বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, আদমদীঘির বড় আখিড়া গ্রামের সান্তাহার আহসানউল্লা কলেজের ২য় বর্ষের মুসলিম ছাত্রী (১৯)-এর সাথে প্রীতম ভৌমিক নামের ওই যুবক প্রথমে প্রেম সম্পর্ক ও পরে বিয়ের প্রলোভনে দৈহিক মেলামেশায় বাধ্য করে। এরপর ছাত্রীটি তাকে বিয়ের চাপ দিলে সে বিভিন্ন তালবাহানা ও গড়িমসি করে। এতে ওই ছাত্রী ক্ষিপ্ত হয়ে গত রবিবার রাত ৯টায় সান্তাহার মাইক্রো স্ট্যান্ডে প্রীতম ভৌমিকের দেখা পেয়ে তাকে আটক করার পর পুলিশে সোপর্দ করে।