দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

সুনামগন্জ প্রতিনিধি :   অপরাধ প্রবণতা রোধে সুনামগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ ২৭ পয়েন্টে ১৬৪ সিসি ক্যামেরা বসানো হয়েছে।১১ অক্টোবর সোমবার সকাল সাড়ে ১১ টায় সুনামগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ তথ্য জানান পুলিশ সুপার।

জেলা পুলিশ, সুনামগন্জের আয়োজনে মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. শহিদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু সাঈদ,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) পারভেজ আলম চৌধুরী, সুনামগন্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সাংবাদিক কুলেন্দু শেখর দাস, আল হেলাল, মো. আকরাম উদ্দিন, মো. জাকির হোসেন, শহীদনূর আহমেদ, একে মিলন, কর্ণ বাবু দাস, আল আমিন, আসাদ মণি, ওসি (তদন্ত) এজাজুল ইসলাম,এস আই প্রদীপ চক্রবর্তী,এস আই শরিফ উদ্দিন,এস আই অন্জন সরকার,এস আই রুপক কর্মকার,এস আই কামরুল হাসান,এস আই আমির হোসেন,এস আই জাহাঙ্গীর হোসেন,এস আই কবির উদ্দিন, এস আই আবু সায়েম,এস আই আবির দাস,এস আই আব্দুর রাজ্জাক প্রমুখ।

সিসি ক্যামেরা উদ্বোধন পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, সুনামগন্জ শহরের ২৭টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ১৬৪টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। এতে শহরে মাদক, চুরি, ছিনতাই, ইভটিজিংসহ নানা ধরণের অপরাধ কর্মকাণ্ড অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে।

শুধু পুলিশের পক্ষে অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণ করা কঠিন। এজন্য শহরের নাগরিক সমাজ ও সচেতন মহলের সহযোগিতা প্রয়োজন। তবে পুলিশ প্রশাসনের এমন কাজে গণমাধ্যমকর্মীরা বিরাট ভূমিকা রাখতে পারে। এর আগে সিসি ক্যামেরার উদ্বোধন করেন প্রধান অতিথি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version