সক্রিয় রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি তথা কংগ্রেসের প্রবীণ নেতা প্রয়াত প্রণব মুখার্জির মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি।
শনিবার এক টুইট বার্তায় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।
টুইটে তিনি লিখেছেন, ‘অনেক ধন্যবাদ। তবে আর রাজনীতিবিদ নয়। আমি রাজনীতি ছেড়ে দিয়েছি। কংগ্রেসের প্রাথমিক সদস্য হিসেবে থেকে যাব। কিন্তু সক্রিয় রাজনীতি আমার জন্য নয়। একজন অন্য পথেও জাতির সেবা করতে পারেন…।’
এদিকে, প্রশ্ন উঠেছে ২০১৯ সাল থেকে তিনি কংগ্রেসের একাধিক পদ ছেড়ে দিয়েছেন। এবার কী এমন হল যে সক্রিয় রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করলেন শর্মিষ্ঠা মুখার্জি।
শর্মিষ্ঠা মুখার্জির হঠাৎ রাজনীতি ছাড়ার এই সিদ্ধান্তে জল্পনা শুরু হয়ে গেছে-তা হলে কি দাদা অভিজিৎ মুখার্জির মতো তিনিও অন্য দলে পা বাড়াতে চাইছেন?
সেই সম্ভাবনাকে পুরোপুরি নাকচ করে দিয়ে তিনি বলেন, “রাজনীতি, বিশেষ করে বিরোধী রাজনীতি করতে গেলে একটা জ্বলন্ত ক্ষুধা দরকার। কিন্তু আমার মধ্যে সেই ক্ষুধাটা কোথাও উপলব্ধি করতে পারছিলাম না। তখন মনে হয়েছে সক্রিয় রাজনীতিতে থাকাটা আর উচিত নয়।”