মো: হাবিবুর রহমান, নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলার উলা গ্রামে চৌধুরী বাংলো মিনি পার্কের শুভ উদ্ভোধন করা হয়েছে।
গত শুক্রবার বিকেলে এ চৌধুরী বাংলো ও মিনি পার্কের উদ্বোধন করেন ব্লু ড্রিম গ্রুপের ব্যাবস্হাপনা পরিচালক স্বপ্নীল চৌধুরী সোহাগ।
স্হানীয় সুত্রে জানা যায়, ব্লু ড্রিম গ্রুপের ব্যাবস্হাপনা পরিচালক স্বপ্নীল চৌধুরী সোহাগ, ২ একর জমির উপর এ মিনি পার্ক ও বাংলো তৈরি করেন।
উদ্ভোধন অনুষ্ঠানে সোহাগ চৌধুরী বলেন, আমি নিজের টাকায় এলাকার মানুষের বিনোদনের জন্য এই মিনি পার্ক ও বাংলো করেছি। এখানে বিনা মুল্যে সকলে পার্কটি পরিদর্শন করতে পারবে। এখানে দুর থেকে আসা অতিথিদের থাকার ও সুব্যাবস্হা আছে।
এসময় ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামিক স্টাডিজ বিভাগের প্রোফেসর ডঃ মুহাম্মদ কামরুজ্জামান, লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু হেনা মিলনসহ সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিকালে এ মিনি পার্কে শত শত লোকের ভিড় জমাতে দেখা যায়।