সৃজিত মুখোপাধ্যায় ও রাজনন্দিনী পালের সঙ্গে একসময় মুখরোচক কথা ছড়িয়েছিল স্যাশাল মিডিয়ায়। এ বিষয়ে মুখ খুললেন রাজনন্দিনী। তিনি এর জন্য সংবাদমাধ্যমকেই দায়ী করে বলেন, সৃজিত মুখোপাধ্যায় আর আমাকে নিয়ে যে বিতর্কের সূত্রপাত সেটা কিন্তু সংবাদমাধ্যমেরই তৈরি।
তিনি বলেন, সৃজিত মুখোপাধ্যায় আর আমায় জড়িয়ে দেওয়া হয়েছিল, এটাই আমার বলার। বয়সে সৃজিত আমার পিতৃসম। ওঁকে নিয়ে এর বেশি আর কিছু বলার নেই।
রাজনন্দিনী বলেন, আমি কিন্তু ওঁকে ‘আঙ্কল’ বলে ডেকেছিলাম। এতে পরিচালক ক্ষুণ্ণ হয়েছিলেন। শুধু সৃজিত বলে ডাকার অনুরোধ জানিয়েছিলেন। আমি নিজে থেকে কিছুই করিনি।
তার মতে, সৃজিত আমায় ওঁর ‘এক যে ছিল রাজা’ ছবির জন্য ডেকেছিলেন। যেখানে যিশু সেনগুপ্তের বিপরীতে ‘বাচ্চা বৌ’ দরকার ছিল। আমি তখন খুবই ছোটো। এখন তো আর সেই বয়সে নেই! তবে আমার উপযুক্ত চরিত্র পেলে সৃজিত আবার ডাকবেন, এটা আমি জানি।
সম্প্রতি ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে রাজনন্দিনী পাল অভিনীত ‘পায়েস’। প্রযোজনা সংস্থার আগামী ছবিতেও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।