কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সীমান্ত এলাকা থেকে পাঁচ লক্ষ ভারতীয় রুপি এবং এ কাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ অভিযানে কাউকে আটক করতে পারেনি বিজিবি।
সোমবার (২০ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এএসএম জাকারিয়া।
তিনি জানান, জেলার কলমাকান্দা উপজেলায় লেংগুরা ইউনিয়নের লেংগুরা বিওপি (বর্ডার অবজারবেশন পোষ্ট) অবস্থিত। এ বিওপির হাবিলদার মো. ইনয়ামুল ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের একটি টহল দল দায়িত্বপালনে নিয়োজিত ছিল। সোমাবার রাত পৌনে ৮টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যে সীমান্ত পিলার ১১৭৩/৮-এস হতে আনুমানিক পাঁচশ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাঁঠালবাড়ী নামক স্থানে ফাঁদ পেতে থাকে। এসময় হোন্ড লিভো মডেলের একটি মোটর সাইকেল আসতে দেখে টহল দল। বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগসহ চালক মোটরসাইকেল রেখে দৌঁড়ে পালিয়ে যায়।
ব্যাগ তল্লাশী করে পাঁচ লক্ষ ভারতীয় রুপি পায় বিজিবির সদস্যরা। বিদেশী মুদ্রাসহ মোটর সাইকেলের সিজার মূল্য সাত লক্ষ টাকা। ভারতীয় মুদ্রার বিষয়ে কলমাকান্দা থানায় মামলা দায়ের করা হয়েছে এবং মোটর সাইকেলটি জেলা কাষ্টমস অফিসের জমা দেয়া হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।