ছাত্র অধিকার পরিষদের ২০ নেতাকর্মীকে জামিন দিয়েছেন আদালত। রবিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েশ শুনানি শেষে এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মোদিবিরোধী আন্দোলনের সময় মতিঝিল থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে আমরা দায়রা জজ আদালতে জামিনের আবেদন করি। ১৭৩ দিন পর আজ তাদের জামিনের আদেশ হয়। আজ আদালতে উপস্থিত ছিলেন ডা. জাফরুল্লাহ ও পরিষদের অন্যান্য নেতাকর্মী।