দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

উৎসব করতে গিয়ে তালেবানের ছোড়া গুলিতে কাবুলে অন্তত ১৭ জন নিহত হয়েছে। তালেবান দাবি করেছে, তারা পাঞ্জশের উপত্যকার নিয়ন্ত্রণ নিয়েছে। এরপরই উৎসব শুরু করে ইসলামপন্থী দলটি। এসময় তাদের ছোড়া গুলিতে কমপক্ষে ১৭ জন নিহত এবং ৪০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়, পাঞ্জশের আফগানিস্তানের একমাত্র প্রদেশ যা এখনও স্বাধীন রয়েছে। তালেবানের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে সেখানকার প্রতিরোধ যোদ্ধারা। তবে তালেবানের দাবি শুক্রবারই এই এলাকা দখলে নিয়েছে তারা। প্রতিরোধ যোদ্ধারা যদিও তালেবানের এমন সফলতার গল্প উড়িয়ে দিয়েছে।

উল্টো তারা প্রায় ৫০০ তালেবানকে হত্যার দাবি করেছে।

এদিকে গণমাধ্যম শামশাদ জানিয়েছে, কাবুলে শুক্রবার তালেবানের বিজয়ের খবর ছড়িয়ে পরে। এরপরই গুলি ছুড়ে উচ্ছাস প্রকাশ করতে থাকে তালেবান মিলিশিয়ারা। এই গুলিতেই ওই হতাহতের ঘটনা ঘটে। এছাড়া, নানগারহরেও তালেবানের গুলিতে ১৪ জন আহত হয়েছে। বিষয়টি নিয়ে তালেবানের নেতারাও উদ্বিগ্ন হয়ে উঠেছে। হতাহতের ঘটনার পর সংগঠনটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, উচ্ছ্বাস জানাতে গুলি ছোড়ার পরবর্তে আল্লাহকে ধন্যবাদ জানানো উচিত। কারণ এসব গুলি বেসামরিক মানুষকে আহত করছে, তাই প্রয়োজন না পড়লে গুলি করবেন না।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version