দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

কাবুল দখলের মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর পর গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখল নিয়েছে তালেবান। এ ঘটনায় সারাবিশ্বে তোলপাড় সৃষ্টি হয়েছে। আফগানিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া দেখিয়েছেন অনেক দেশের নেতারা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এক টুইট বার্তায় বলেন, ‘হিংস্রতা দিয়ে স্থাপিত শাসন কখনো বেশিদিন টেকে না। সন্ত্রাস আর আতঙ্ক দিয়ে যার শুরু হয়, তার স্থায়ীত্ব অনেক কম।’

এর মধ্যে, ভারত-তিব্বত সীমান্ত পুলিশের দুই নারী কনস্টেবল আফগানিস্তানে বদলি চেয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেছেন! দিল্লি হাইকোর্টের বিচারপতি রাজীব সহায় ও বিচারপতি অমিত বনসল এ ধরনের মামলার আবেদনে বিস্মিত হয়েছেন। যদিও মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত। খবর হিন্দুস্তান টাইমস এর।

জানা গেছে, এই মামলার আবেদন এবং রায় দুটোই ১৫ আগস্ট তালেবানের হাতে কাবুল পতনের আগে হয়েছিল। ওই সময় সময় তালেবান বাহিনী একের পর এক শহর দখল করছিল। এ দৃশ্য দেখে আফগানিস্তানে বদলি চেয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেন ওই দুই নারী কনস্টেবল।

মামলাটি খারিজ করে বিচারপতিরা জানায়, ‘সশস্ত্র বাহিনীর সদস্য হিসেবে ভারত-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) সদস্যদের যে কোনো জায়গায় নিয়োগ বা মোতায়েন করা যায়। তবে আফগানিস্তানে নিয়োগ চাওয়ার কোনো এখতিয়ার তাদের নেই। তবে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে তারা নিজে থেকে আফগানিস্তানে মোতায়েন চেয়ে আবেদন করায় আমরা বিস্মিত।’

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version