স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বাজার থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় ফাহিম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের মো. এমদাদুল ইসলামে ছেলে।
বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যায় শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কে কৃষ্ণেচর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সড়কের পাশেই নিহত ফাহিমের বাড়ি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফাহিম সন্ধ্যায় কৃষ্ণেচর বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে যাবার সময় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের এক পাড় হতে অপর পাড় অতিক্রম করছিল। এ সময় বিরিশিরিগামী দ্রতগতির একটি ট্রাক ফাহিমকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য নিয়ে আসেন। সেখানে ঘন্টাখানেক চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যায় ফাহিম।
দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে শিশুটির মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হচ্ছে। স্থানীয়দের সহায়তায় ট্রাকটিকে আটক করতে পারলেও এর চালক পলাতক রয়েছে। নিহতের পরিবারের অভিযোগ অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।