তালেবানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় চীন। মিলিশিয়া বাহিনীটি কাবুলের ক্ষমতা দখলের পর এ কথা জানিয়েছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং সাংবাদিকদের কাছে সোমবার এ কথা জানিয়েছেন। এতে তিনি বলেন, নিজেদের ভাগ্য স্বাধীনভাবে বেছে নেয়ার যে অধিকার আফগানদের রয়েছে তাকে সম্মান করে চীন। আমরা আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক তৈরিতে আগ্রহী।