আফগানিস্তানে তালেবানদের বিজয়কে ‘ঐতিহাসিক সম্ভাবনা’ বলে অভিহিত করেছে পাকিস্তান। সোমবার রাজধানী ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির সঙ্গে বৈঠক করেছেন আফগানিস্তানের নেতারা। ওই বৈঠকের পর কুরেশি বলেছেন, সবার অংশগ্রহণমূলক এবং আফগানিস্তানের বিস্তৃত রাজনৈতিক সমস্যার সমাধানের জন্য ‘এই ঐতিহাসিক সম্ভাবনা’ পথ তৈরি করে দিয়েছে। এখন এই সুযোগকে ব্যবহারের দায়িত্ব বর্তায় আফগানিস্তানে ‘দায়িত্বে থাকা কর্তৃপক্ষের’ ওপর। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন ডন।