দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

সুনামগঞ্জ প্রতিনিধি :
১৯৭৫সালের ১৫ই আগষ্ট শোকাবহ ভয়াল এই কালো রাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,তার সহধর্মিনী শেখ ফজিলাতুন নেছা মুজিব,সন্তানসহ নিহত সকল শাহাদাৎ বরণকারী বীর শহীদের স্মরণে সুনামগঞ্জে বৈরী আবহাওয়া উপেক্ষা করেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সুনামগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দরা ।

রোববার সকাল সাড়ে ১০,৩০ টায় শহরের ঐহিত্যবাহী যাদুঘর প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন সুনামগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দরা ।সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেরগুল আহমেদ এর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সিরাজুল ইসলাম শ্যামল, নির্বাহী সদস্য আনোয়ারুল হক, নির্বাহী সদস্য সুলেমান কবীর, সদস্য বাবুল মিয়া, প্রমুখ।

নেতৃবৃন্দরা বলেন,১৯৭৫ সালের আজকের দিনে স্বাধীনতা বিরোধী রাজাকার ও আলবদরদের পাশাপাশি কিছু বিপদগামি সেনা অফিসারের লোভ লালসার কারনে ধানমন্ডির ৩২ নং বাড়িতে অস্ত্র হাতে প্রবেশ করে জাতির পিতাসহ তার পরিবারের সকল সদস্যদের নির্মমভাবে গুলি করে হত্যা করেছিল। তারা ভেবেছিল জাতির পিতার হত্যাকান্ডের মধ্যে দিয়ে এদেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে চিরদিনের জন্য বাধাঁগ্রস্থ করে দিবে। কিন্তু দীর্ঘ ২১ বছর পরে জাতির পিতার উত্তরসূরী আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীরের বেশে দেশে এসে জনগনের ম্যান্ডেড নিয়ে রাষ্ট্রিয় ক্ষমতায় অধিষ্টিত হয়ে তিনযুগের বেশী সময়ে আওয়ামীলীগ সরকার বিশ্বে দেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে সক্ষম হয়েছে। নেতৃবৃন্দরা সকল ভেদাভেদ অতিক্রম করে মুক্তিযুদ্ধের চেতনা ধারনকারী সবাইকে এক জায়গাতে এসে সরকারের উন্নয়ন কর্মকান্ড জাতির কাছে তুলে ধরার আহবান জানান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version