স্টাফ রিপোর্টার : এক দিনে পৃথক পৃথক অভিযানে নারীসহ ১৬ আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা মাদক, জুয়া, চুরি, মারামারি, ওয়ারেন্টভূক্তসহ বিভিন্ন ঘটনা ও মামলার আসামি।
গ্রেফতারকৃত আসামিরা হলো- পৌরশহরের নাগড়া এলাকা থেকে ওয়ারেন্টভূক্ত আসামি মো. আব্দুল্লাহ আল মামুন (৪২), দুগিয়া হতে একশ’ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. দ্বীন ইসলাম (৩০), সিধলাউর এলাকা হতে ছয় জুয়ারি মো. দুলু মিয়া (৩৩), মো. ওয়াসিম (৩৫), মো. মোবারক হোসেন গোলাপ (৪২), মো. জসিম উদ্দিন (৩০), মো. আব্দুল মুন্নাফ (৪৫) ও মো. সিদ্দিক মিয়া (৪০)।
বিভিন্ন অপরাধের ঘটনায় জড়িত মামলায় মো. সোহেল মিয়া (৩৭), মো. রায়হান মিয়া (২৪), মো. মোস্তফা মিয়া (৩০) ও মো. সোহেল মিয়া (২২) রয়েছেন।
এছাড়া মারামারি মামলায় সাতপাই এলাকা হতে শ্রী সুমন চন্দ্র সরকার (৩৬), অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে স্বল্প দুগিয়া গ্রামের মো. সিদ্দিকুর রহমান (৫৫) ও পাঁচ কাহনিয়া গ্রামের মোছা. নাসরিন আক্তার (২০) সহ একাধিক চুরির মামলায় জড়িত সন্দেহে আরমানকে (২৭) মোক্তারপাড়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
এসব তথ্য নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, গ্রেফতারকৃত সকলকে শুক্রবার (১৩ আগস্ট) আদালতে প্রেরণ করা হয়েছে।