কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার আটপাড়া উপজেলায় চাচা সাথে গোসলে গিয়ে পুকুরে ডুবে ভাতিজা শাহাদ খান (৭) মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার সকালে উপজেলার স্বল্প শুনই খাপাড়া এলাকায় মাদ্রাসার পুকুরে এ ঘটনা ঘটে। শাহাদ খান একই গ্রামের মো. আলী আহম্মেদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে শাহাদ খান তার চাচা তামজিদ খানের সাথে এলাকার মাদ্রাসা মসজিদের পুকুরে গোসল করতে যান। ভাতিজার গোসল করানো শেষে হলে চাচা শাহাদকে বাড়ি যেতে বলেন। চাচা তামজিদ নিজের গোসল শেষে বাড়িতে এসে দেখেন ভাতিজা বাড়িতে নেই। বাড়ির লোকজন শাহাদকে সন্ধান করতে খোঁজাখুজি ও এলাকায় মাইকিংসহ পুকুরে জাল ফেলে শাহাদকে পুকুর হতে উত্তোলন করে। সাথে সাথে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন পরিবারের লোকজন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক শাহাদকে মৃত ঘোষন করেন।
আটপাড়া থানার ওসি জাফর ইকবাল বলেন, খবর পেয়ে উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। নিহতের অভিভাবকের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়া লাশ স্বজনের কাছে হস্তান্তরে এবং এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।