স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পুকুরে ডুবে জিহাদ (৩) নামে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নে মাসকান্দা গ্রামে নিহতের বাড়ির পাশে পুকুরে এ ঘটনা ঘটে। নিহত শিশু জিহাদ একই গ্রামের মোস্তফার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জিহাদ বাড়ির উঠানের খেলারত অবস্থায় ও পরিবারের লোকজন বাড়ির কাজে ব্যস্ত ছিল। হঠাৎ শিশুটিকে উঠানে দেখতে না পেয়ে খোঁজাখুজির একপর্যায়ে দুপুর ১টার দিকে বাড়ির পাশে পুকুরে ভাসতে দেখেন। পরে জিহাদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন পরিবারের লোকজন।
দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও (আবাসিক মেডিকেল অফিসার) ডা. তানজিরুল ইসলাম রায়হান পানিতে ডুবে শিশু মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার পূর্বে শিশুটির মৃত্যু হয়েছে।