দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার জব্দকৃত পণ্যের মূল্য ৫৫ লক্ষ ২৯ হাজার ৫৫৪ টাকা। এসব পণ্যের মধ্যে রয়েছে দুই সাইজের ক্লিনিক প্লাস শ্যাম্পু ৩৫০ এমএল ১৪৫৫ পিস ও ৬৫০ এমএলের ৮১৭ পিস, ৮০ পিস স্ট্রেসমি প্লাস শ্যাম্পু, ৬৫০ এমএলের ১৯৭ পিস সানসিল্ক শ্যাম্পু, তিন সাইজের নবরত্ম তেল ৩০০ এমএল ৮৬৪ পিস, ২০০ এমএল ১০১৮ পিস ও ১০০ এমএরের ৬৯১ পিস, দুই সাইজের ডার্ক ফ্যান্টাসি বিস্কুট ৭৫ গ্রামের ৩৯৬০ পিস ও ২৫ গ্রামের ২৩১৫ পিস, ৫০০ গ্রামের হরিরিক্স ৩৮৩৬ পিস এবং দুই সাইজের কিটকেট চকলেট ৩৭ গ্রামের ১০৮৪৫ পিস ও ২৭ গ্রামের ৩১৫০ পিস।

মঙ্গলবার (১০ আগস্ট) বেলা ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া।

তিনি জানান, জেলার দুর্গাপুর উপজেলায় কুল্লাগড়া ইউনিয়নে বিজয়পুর বিওপি (বর্ডার অবজারবেশন পোষ্ট) অবস্থিত। ১১৫১/৫-এস নং সীমান্ত পিলার হতে দেড়শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে কয়লাপোর্ট নামক স্থানে একটি পরিত্যক্ত ঘরে চোরাচালানী পণ্য মজুদ করছে। গোয়েন্দা তথ্যে এ খবর পেয়ে এই বিওপির নায়েব সুবেদার মো. আবুল আলম চৌধুরীর নেতৃত্বে ১০ সদস্যের একটি টহল ফাঁদ পেতে থাকে। পরে পাশর্^বর্তী ভবানীপুর বিওপিকে বিষয়টি জানালে দুই বিওপির সদস্যারা নৌকা দিয়ে দ্রততার সাথে গত সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল রেখে পালিয়ে যায়।

এসময় বিভিন্ন রকমের বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করে। এসকল পণ্যের সিজার মূল্য ৫৫ লক্ষ ২৯ হাজার ৫৫৪ টাকা এবং এগুলো জেলা কাষ্টমস অফিসের জমা করা হবে বলে জানান বিজিবির এই উর্ধ্বতন কর্মকর্তা।

এর আগে গত সোমবার রাত ৯টার দিকে আরেক বিজ্ঞপ্তিতে লে. কর্ণেল এ এস এম জাকারিয়া জানান, ওই দিন বিকেল পৌনে ৫টার দিকে এক অভিযানের চার লক্ষ ৮৫ হাজার ৫১৬ টাকা মূল্যমানের ভারতীয় ওষধ জব্দের কথা।

এসব ওষধের মধ্যে রয়েছে ১২৪০ পিস থ্যালি ডোমাইড ক্যাপসুল (১০০ এমজি), তিন হাজার পিস থ্যালি ডোমাইড ক্যাপসুল (৫০ এমজি), ছয় হাজার পিস ট্যাপান্টেডল ট্যাব (১০০ এমজি), ১০৯২ পিস স্টেরাইল ডোপামাইন কনসেন্ট্রেট আইপি (১২০ এমজি), তিনশ’ পিস থ্রোম্বোফবজেল (২০ গ্রাম) এবং ৮৪ পিস ছাড়ডি প্রাইম (০.৫ এমজি)।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version