দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) ; শোকের মাস আগস্টে নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে পৌর শহরের ঐতিহ্যবাহী দত্ত উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু এমপি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনার সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে ঘাতকরা। এই কলঙ্কময় দিনের স্মৃতি ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সকল ঘটনার চিত্র নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই বিদ্যালয় প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু ম্যুারাল স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। দীর্ঘদিন পরে হলেও এমন উদ্যোগ গ্রহণ করায় বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম শাহজাহান কবীর সাজু জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক দীপক গুপ্ত, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আউয়াল শাওনসহ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বিদ্যালয় হল রুমে সকল শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version