কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনায় পুলিশের বিশেষ অভিযানে চুরি, মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চোরাই স্বর্ণালংকার, এলইডি টিভি, মোবাইল, ল্যাপটপ, ক্যামেরা, ৫০ গ্রাম গাঁজা ও পাঁচ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বুধবার নেত্রকোনা মডেল থানা পুলিশের কয়েকটি টিম শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। নেত্রকোনা পৌর শহরের সাতপাই কেডিসি এলাকায় মুশফিকুর রহমানের বাসায় চুরির ঘটনায় আটকৃত দুজন ইমার হোসেন বাবু (২০) ও মো. ইমন (১৯)। পশ্চিত সাতপাই এলাকা হতে ৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. আমজাদ মিয়া (৫০) এবং লক্ষীগঞ্জ বাজার এলাকা হতে পাঁচ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ জামাল মিয়াকে (৫৫) গ্রেফতার করা হয়।
এছাড়াও পৃথক অভিযানে মোবারকপুর এলাকা হতে ওয়ারেন্টভুক্ত আসামী মো. আব্দুল্লাহ (৩৫) ও টেংগা এলাকা হইতে ধর্ষণ মামলার আসামী মো. ইসলাম উদ্দিন (৩০) এবং পৃথক মামলার এজারভুক্ত আসামী মোছা. সাজেদা আক্তার ময়নাকে (৩০) গ্রেফতার করা হয়।
এসব তথ্য নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, বিকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।