কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনায় সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে অবৈধভাবে আমাদানিকৃত ৫১ বস্তা (তিন হাজার ৫৭৩ কেজি) ভারতীয় গুড়া চা-পাতাসহ তিনজনকে আটক করেছে র্যাব-১৪। নেত্রকোনা মডেল থানায় হস্তান্তরের পরে আটককৃতদের তিনজনকে শনিবার দুপুরের দিকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এরআগে গত শুক্রবার রাতে র্যাবের নায়েক সুবেদার মো. রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
আটককৃতরা হলো- জেলার দুর্গাপুর উপজেলায় দুর্গাপুর উত্তরপাড়ার মৃত নগেন্দ্র পালের ছেলে অনুকুল পাল (৩১), নেত্রকোনা সদরের কাটলী এলাকার মো. হাফিজ উদ্দিনের ছেলে মো. তোফাজ্জল হোসেন (২৬) ও কলমাকান্দা উপজেলার ঘোড়াগাঁও গ্রামের মুক্তিযোদ্ধা মো. হাসান আলী ভূঁইয়ার ছেলে মো. শামিম শাজাহান ওরফে রুবেল ভূঁইয়া (৩৪)। রুবেল ভূঁইয়া সংশ্লিষ্ট উপজেলার ভারতীয় সীমান্তবর্তী লেংগুরা ইউনিয়নের চেয়াম্যান মো. সাইদুর রহমান ভূইয়ার সহোদর ছোট ভাই এবং সীমান্ত এলাকায় বাড়ি হওয়ায় তিনি চোরাকারবারী ব্যবসা পরিচালনা করেন স্থানীয় সূত্রে জানা গেছে।
জানা যায়, র্যাবের একটি টহল দল গোপন সংবাদে গত শুক্রবার ভোরে ময়মনসিংহের কোতয়ালী থানাধীন শম্ভুগঞ্জ এলাকা থেকে অনুকূল চন্দ্রকে আটক করে। তার দেয়া তথ্য মতে ভারত থেকে অবৈধভাবে চা-পাতা আমাদানি করে বিক্রয়ের উদ্দেশ্যে কুরিয়ার সার্ভিসে কতিপয় ব্যক্তি অবস্থান করছে। পরে ওইদিন ভোর সাড়ে ৬টার দিকে নেত্রকোনায় অজহর রোডে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিসে অভিযান পরিচালনা করে টিন শেডের ঘর হতে ৫১ বস্তা ভারতীয় গুড়া চা-পাতা জব্দ করে র্যাব। এসময় রুবেল ভূঁইয়া ও তোফাজ্জল হোসেনকে আটক করে। বস্তাগুলো পরিমাপ করে তিন হাজার ৫৭৩ কেজি চা-পাতা রয়েছে এসব তথ্য মামলার এজাহার থেকে জানা গেছে।
নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহেল রানা জানান, র্যাব কর্তৃক মামলা দায়ের পরে আটক তিনজনকে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।