জাপান থেকে কোভ্যাক্সের আওতায় উপহার হিসেবে পাওয়া অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে।
আজ শনিবার দুপুরে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি বিমানে এই ভ্যাকসিনের চালান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ টিকা গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।
উল্লেখ্য, বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে জাপান।