ঈদুল আজহার প্রথম দিনেই বুধবার (২১ জুলাই) রাত ১১টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের কাজ শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন।
বিকেলে নগরীর বড়কুঠি সেকেন্ডারি বর্জ্য ট্রান্সফার স্টেশনে এ কার্যক্রম পরিদর্শনে এসে এ কথা বলেছেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
তিনি জানান, নগরীর ৩০টি ওয়ার্ডে পশু কোরবানির জন্য এ বছর মোট ২১০টি পয়েন্ট করে দেয়া হলেও, মুসল্লিরা যত্রতত্র কোরবানি করেছেন। সেই বর্জ্য অপসারণে সকাল ১০টা থেকে কাজ শুরু করেছে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা।
তিনি আরও জানান, বিভাগটির মোট ১৩৭৪ জন পরিচ্ছন্নকর্মী, পরিবহন চালক ও কর্মকর্তা রাত ১১টার মধ্যে কোরবানীর সকল বর্জ্য অপসারণপ চেষ্টা চালাচ্ছে। আগামী দুইদিন পশু কোরবানি অব্যহত থাকলেও এই কার্যক্রম চলবে। এছাড়া বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের বিশেষ হটলাইন নম্বরও চালু থাকছে।