অরাজনৈতিক অলাভজনক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিটিজেন ফাউন্ডেশন এর উদ্যোগে বৃক্ষ রোপণ করা হয়েছে।
মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ ও ভূমি অফিস চত্বরে ফলজ, বনজ, ও ঔষধি গাছ লাগানো হয়।বৃক্ষ রোপণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও )রুম্পা সিকদার।
সংগঠনের আহবায়ক সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাওসার হোসেনের নেতৃত্বে সদস্য সচিব ইঞ্জিনিয়ার গোলাম মাওলা শান্ত, যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম, মশিউর রহমান খান, এস আর সোহেল,কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুর রহমান, পৌর কমিটির সভাপতি পলাশ হাওলাদার, সাধারণ সম্পাদক ফারাবি রানা, সাংগঠনিক সম্পাদক রাজিব কুমার মালো,প্রচার সম্পাদক গাজী আরিফুর রহমান,কুলকাঠি ইউনিয়নের সদস্য সচিব সাইদুল ইসলাম মোল্লা রানাপাশা ইউনিয়নের সহ-সাংগঠনিক সম্পাদক নয়ন ফরাজী উপস্থিত ছিলেন।
এবিষয়ে কেন্দ্রীয় কমিটির আহবায়ক অ্যাডভোকেট কাওসার হোসাইন বলেন পরিবেশের ভারসাম্য ও বিপর্যয় রোধে বৃক্ষরোপনের এমন কর্মসূচী মাসব্যাপী চলমান থাকবে।