ঈদুল আজহা ঈদকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম।
মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, ঈদুল আজহা উপলক্ষ্যে কড়া নিরাপত্তার প্রস্তুতি নেওয়া হয়েছে। তারপরও আইনশৃঙ্খলা বাহিনী সর্তক রয়েছে। ঈদের জামাতকে ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ছাড়া চুরি-ডাকাতি থেকে শুরু করে সম্পদহানি যেন না ঘটে সে ব্যাপারেও সতর্ক রয়েছে পুলিশ।
শফিকুল ইসলাম বলেন, কোরবানির পশুহাটে অজ্ঞান পার্টি, মলম পার্টি যাতে ব্যবসায়ীদের হয়রানি করতে না পারে সেদিকে লক্ষ্য রেখে হাটেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। জাল টাকা যেন শনাক্ত করা যায় সে জন্য আলাদা বুথ বসানো হয়েছে। তবে নিরাপত্তার জন্য শুধু পুলিশের ওপর নির্ভর না করে নগরবাসীকেও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।