কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় দুর্বৃত্তদের দাঁড়ালো অস্ত্রের আঘাতে সেনারুল (২৬) নামে এক ব্যাটারি চালিত অটো রিকশা চালক খুন হয়েছেন। সে উপজেলার পাবই গ্রামের কাদির উদ্দিনের ছেলে। পেশায় একজন ব্যাটারি চালিত অটো রিকশা চালক এবং দুই সন্তানের জনক। নিজেই অটো রিকশার মালিক ও নিজেই এর চালক।
সোমবার রাত ৯টার দিকে উপজেলার ঠাকুরাকোণা-কলমাকান্দা সড়কের আশারানি কুতিগাঁও নামক স্থানের এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতের মামাতো ভাই হাবিবুর ইসলাম রাকিব জানান, সেনারুলকে ফোন দিলে সে ইজি রিকশা নিয়ে বের হন। অটো রিকশাটি ঘটনা স্থলে রয়েছে। চুরি করার উদ্দেশ্যে থাকলে রিকশাটি নিয়ে যেত। কে বা কাহারা তাকে পরিকল্পিতভাবে খুন করেছে জানতে পারিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, ঠাকুরাকোণা থেকে আরেক অটো রিকশা চালক এ পথ দিয়ে যাওয়ার সময় সেনারুলকে ঠাকুরাকোণা-কলমাকান্দা সড়কের আশারানি কুতিগাঁও নামক স্থানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ডাক চিৎকার দিলে স্থানীয়রা সেনারুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ মনিরুজ্জামান জানান, রাত সোয়া ১০টার দিকে সেনারুলকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন কয়েকজন লোক। তার হাত, পা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে দাঁড়ালো অস্ত্রের দাগ রয়েছে। রক্তক্ষরণসহ গলায় দাগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃত্যু নিশ্চিত করতে গলা চেপে ধরে রাখতে পারে। তবে ময়না তদন্তের প্রতিবেদনের পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নেত্রকোনার পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী জানান, ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ থানা পুলিশ ও ডিবি যৌথভাবে কাজ করছে। অচিরেই এর রহস্য উন্মোচন করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।