কঠোর বিধিনিষেধ শিথিলে একদিকে ঈদের ছুটি কাটাতে ঘরে ফেরা মানুষের চাপ অন্যদিকে নদীতে তীব্র স্রোতে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। ফলে তীব্র হচ্ছে ফেরিঘাটে যানজট। আটকা পড়েছে গরুবাহী ট্রাক। এসময় তীব্র গরমে ট্রাকেই মারা যাচ্ছে গরু।
বুধবার থেকে শুক্রবার পর্যন্ত মাদারীপুরের বাংলাবাজার ঘাটে প্রচণ্ড গরমে ছটফট করতে করতে বেশ কিছু গরুর মৃত্যু হয়েছে। এছাড়া আজ রবিবারও পারাপারের অপেক্ষায় থাকা আরও অনেক গরু আহত হয়েছে। এরপরও নদী পার হতে পারছে না গরু ব্যবসায়ীরা। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন তারা।
গরু ব্যবসায়ী জামাল উদ্দিন বলেন, ফেরি পার হতে পারছি না। এই গরমে গরু অসুস্থ হয়ে যাচ্ছে। এরই মধ্যে অনেকের গরু মারা গেছে।
বিআইডব্লিটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক সালাউদ্দিন আহম্মেদ গণমাধ্যমকে জানান, নদীতে তীব্র স্রোত থাকার কারণে সবকটি ফেরি চলাচল করতে পারছে না। এছাড়া ঘাট এলাকায় কিছুটা চাপ রয়েছে। তবে অগ্রাধিকার ভিত্তিতে আমরা গরুর ট্রাক পার করছি।