শাহ মো জহরুল ইসলাম, বশেমুরবিপ্রবি পতিনিধিঃ-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সাবেক ডিন অধ্যাপক ড. আব্দুর রহিম খান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
তার পরিবার থেকে জানানো হয় তিনি রবিবার সকালে রাজশাহীর একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি থাকা অবস্থায় মারা জান। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে ভুগছিলেন।পরিবার থেকে তাকে আইসিইউতে ভর্তি করানো হয়।তার মৃত্যুর পর থেকে পুরো বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুতে তার সহকর্মীরা বলেন তিনি একজন সৎ ও শান্ত প্রকৃতির মানুষ ছিলেন।তিনি বিশ্ববিদ্যালয়ের জন্য সর্বদা এক নিষ্টভাবে দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সহ বিভিন্ন অঙ্গ সংগঠন শোক প্রকাশ করেছেন।